Tore Ek Dekhate Mone Dhoreche
Syed Omy
3:46দেখে তোরে মনে ধরেছে ওরে ও সুন্দরী। আকাশ থেকে নামলো বুঝি ডানা ছাড়া পরী। কতো পাগল দেখছি আমি করে ঘোরাঘুরি। যতই করিস তুই হিরোগিরি হবে না মন চুরি। তোর ডাগর ডাগর চোখে কালো কাজল মেখে নিলিরে দিন দুপুরে পরান কাড়িয়া। আমার দুই চাক্কার সাইকেলে বসাইয়া। তোরে দেখামু শহর ঘুরাইয়া। আমার কাজ নাইরে আর খাইয়া দাইয়া। আমি ঘুরতে যামু সাইকেলে বইয়া। লাগবেরে হাওয়া হাওয়া উড়বেরে চুল দেখবোরে মনটা ভরে। না না না পড়বো না তোর ফাঁন্দে ধরা লাভ নাইরে পিছে ঘুরে। ডাগর ডাগর চোখে কালো কাজল মেখে নিলিরে তুই দিন দুপুরে পরান কাড়িয়া। আমার কাজ নাইরে আর খাইয়া দাইয়া। আমি ঘুরতে যামু সাইকেলে বইয়া। হাওয়ার বেগে বেগে চলবে সাইকেল তোরে লইয়ারে সাথে। কে করবে তোর ইচ্ছে পুরন সময় নাই যে হাতে। তোর ডাগর ডাগর চোখে কালো কাজল মেখে নিলিরে তুই দিন দুপুরে পরান কাড়িয়া। আমার কাজ নাইরে আর খাইয়া দাইয়া। আমি ঘুরতে যামু সাইকেলে বইয়া।