Ekta Gopon Kotha

Ekta Gopon Kotha

Topu

Альбом: She Ke
Длительность: 4:15
Год: 2016
Скачать MP3

Текст песни

একটা গোপন কথা ছিল বলবার
বন্ধু, সময় হবে কি তোমার?
একবার শুনে ভুলে যেও বারবার
ভুলেও কাউকে বলো না আবার

মুখে "ভালোবাসি না" বলে মনেতে প্রেম নিয়ে
চলে আছে অনেকেই
এতদিন ছিল সাধারণ, তার মাঝে একজন
যাকে আজ বড়ো আলাদা লাগে

মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়

ভেবেছি তাই এবার, যা কিছু হবে হবার
হোক তবু করে স্বীকার
পরাজয় মেনে নিয়ে, সব কিছু বলে দিয়ে
চাইবো আমার অধিকার

কপালে যা আছে লেখা, মনে যদি পাইও ব্যথা
দেখে নেবো আমি এর শেষ
মিথ্যে অভিনয় আর নয়, আর নয়
এই ভালো আছি, এই বেশ

মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়

প্রতিদিন এ গলি ও গলিতে ঘুরোঘুরি
কেটে যায় সময়, আসে রাত
মেয়েটা বাঁকা করে চুল বাঁধে, প্রেম করে দেখো
ছেলেটাও পরে ফুলহাতা শার্ট

এই দেখে হাসাহাসি, গানটাকে ভালোবাসি
এই ভালো আছি, এই স্বপ্ন আমার
কখন বুঝিনি যে তা এটা ছিল সূচনা
আছে বাকি স্বপ্নের উপসংহার

মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়