Aaina Mon Bhanga
Zubeen Garg, Jeet Gannguli, & Priyo Chattopadhyay
4:27না জেনে মন, না জেনে পুড়েছে প্রেম-আগুনে স্বপ্ন হলো ঝড়, ভাঙলো খেলাঘর উড়ে গেল সে পাখি প্রেমকে বাঁচাতে রাখিনি খাঁচাতে তাই কি দিলো সে ফাঁকি? না জেনে মন, না জেনে পুড়েছে প্রেম-আগুনে না জেনে মন, না জেনে পুড়েছে প্রেম-আগুনে কেন যে কোন ভুলে আজ এই দূরে যাওয়া কেন যে থেমে গেল স্বপ্নের চাওয়া পাওয়া জানে না মন, জানে না রে, জানে না, ও তবু এ মনটাতে প্রশ্নের ঢেউ ওঠে তবু জীবনটা যে স্বপ্নের পথে ছোটে কমে না প্রেম, কমে না রে, কমে না, ও স্বপ্নভাঙা কাঁচ, কী করে বলি আজ যে কথা বলার বাকি প্রেমকে বাঁচাতে রাখিনি খাঁচাতে তাই কি দিলো সে ফাঁকি? না জেনে মন, না জেনে পুড়েছে প্রেম-আগুনে না জেনে মন, না জেনে পুড়েছে প্রেম-আগুনে কেন যে প্রেম হায় দেখা দিলো ঝড় হয়ে কেন আপন আজ গেল এত পর হয়ে জানে না মন, জানে না রে, জানে না, ও তবুও এই ব্যথা মেনে নেবো বুক পেতে তবুও চাইবো না জোর করে সুখ পেতে থামে না প্রেম, থামে না রে, থামে না দু'চোখে নামে জল, কী করে থামে বল যতই সামলে রাখি প্রেমকে বাঁচাতে রাখিনি খাঁচাতে তাই কি দিলো সে ফাঁকি? না জেনে মন, না জেনে পুড়েছে প্রেম-আগুনে না জেনে মন, না জেনে পুড়েছে প্রেম-আগুনে