সংসার সংসার কইরা ভবে গো | Songsar Songsar Koira Vobe Go

সংসার সংসার কইরা ভবে গো | Songsar Songsar Koira Vobe Go

Abir Chowdhury

Скачать MP3

Текст песни

সংসার সংসার কইরা ভবে গো
করলি না বন্দেগি
কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি
ওরে জীবন গুনাহ গুনায় গেল রে (২)(ঐ)

ধন-সম্পদের মায়ায় পইরা গো
ডাকলিনা মাওলা রে
কি জানি কি উপায় হবে গো
অন্ধকার কবরে রে (ঐ)

নিঃশ্বাসের এ বিশ্বাস কইরা গো
বাধলাম বাড়িঘর
কোন দিন জানি আজরাইল আইসা রে
সবই করে পর ওরে (ঐ)

বাড়ির পাশে কবর ঘরে গো
বাঁধবি বাসর ঘর
ভাই ও নাই তোর বান্ধব নাইওরে
কে লইবে খবর ওরে (ঐ)

কোন দিন জানি মরণ আসে রে
তারিখ জানা নাই
মরণকালে বিপদ হইলে রে
তোমার দেখা চাই রাসুল (ঐ)