Tin Kapore Purush Biday
Abir Chowdhury
4:39সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি ওরে জীবন গুনাহ গুনায় গেল রে (২)(ঐ) ধন-সম্পদের মায়ায় পইরা গো ডাকলিনা মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে (ঐ) নিঃশ্বাসের এ বিশ্বাস কইরা গো বাধলাম বাড়িঘর কোন দিন জানি আজরাইল আইসা রে সবই করে পর ওরে (ঐ) বাড়ির পাশে কবর ঘরে গো বাঁধবি বাসর ঘর ভাই ও নাই তোর বান্ধব নাইওরে কে লইবে খবর ওরে (ঐ) কোন দিন জানি মরণ আসে রে তারিখ জানা নাই মরণকালে বিপদ হইলে রে তোমার দেখা চাই রাসুল (ঐ)