Ae Baar Pujoye Chayee

Ae Baar Pujoye Chayee

Alka Yagnik

Длительность: 5:22
Год: 1988
Скачать MP3

Текст песни

এবার পুজোয় চাই আমার বেনারসী শাড়ি রে
নইলে যে তোর সঙ্গ ছেড়ে দেবো গলায় দড়ি যে
নাকছাবি আর ঝুমকো লতা এবার আমার চাইরে
নইলে যে তোর সঙ্গ ছেড়ে দেবো গলায় দড়ি রে

এবার পুজোয় চাই আমার বেনারসী শাড়ি রে
নইলে যে তোর সঙ্গ ছেড়ে দেবো গলায় দড়ি যে
গেল বছর পুজোর আগেই বাপের বাড়ি দিয়ে এলি
পুজো যখন হয়ে গেল অমনি আমায় নিতে গেলি
গেল বছর পুজোর আগেই বাপের বাড়ি দিয়ে এলি
পুজো যখন হয়ে গেল অমনি আমায় নিতে গেলি
বাপের বাড়ি এবার যাবো না
গেলে ফিরে আর আসবো না
একা একা থাকার তখন বুঝবি কত জ্বালা রে
এবার পুজোয় চাই আমার বেনারসী শাড়ি রে
নইলে যে তোর সঙ্গ ছেড়ে দেবো গলায় দড়ি রে

পাবি কোথায় এত টাকা কার কাছে পাতবি হাত
মিথ্যে কথা সাজিয়ে বলে করিস যে তুই বাজিমাত

পাবি কোথায় এত টাকা কার কাছে পাতবি হাত
মিথ্যে কথা সাজিয়ে বলে করিস যে তুই বাজিমাত
মিষ্টি কথায় আর ভুলবো না
কোন কথায় যে তোর শুনবো না
ধোকা দিলে পাবি রে তুই ধোকা দেওয়ার খেলা রে

এবার পুজোয় চাই আমার বেনারসী শাড়ি রে
নইলে যে তোর সঙ্গ ছেড়ে দেবো গলায় দড়ি রে

ভালো মানুষ পেয়ে আমায় সারাজীবন ঠকিয়ে যাবি
এমন যদি ভেবে থাকিস তুই হারাবি সুখের চাবি
ভালো মানুষ পেয়ে আমায় সারাজীবন ঠকিয়ে যাবি
এমন যদি ভেবে থাকিস তুই হারাবি সুখের চাবি
ধোবি এবার জানিস ভুলবে না
চালাকি যে তোর চলবে না
কত ধানে হয় কত চাল এবার যে তা দেখবি রে
এবার পুজোয় চাই আমার বেনারসী শাড়ি রে
নইলে যে তোর সঙ্গ ছেড়ে দেবো গলায় দড়ি রে

নাকছাবি আর ঝুমকো লতা এবার আমার চাইরে
নইলে যে তোর সঙ্গ ছেড়ে দেবো গলায় দড়ি রে
দেবো গলায় দড়ি রে, দেবো গলায় দড়ি রে