Valobashar Jonmodin
Andrew Kishore
5:16তোরে আমি ভালোবাসি, ও তোরে আমি ভালোবাসি জড়িয়ে মনের চাদরে, ও বৃক্ষের ছায়া মাটি যেমন রাখে বুকে আদরে ওরে, বৃক্ষের ছায়া মাটি যেমন রাখে বুকে আদরে তোরে আমি ভালোবাসি, ও তোরে আমি ভালোবাসি জড়িয়ে মনের চাদরে, ও বৃক্ষের ছায়া মাটি যেমন রাখে বুকে আদরে হায় রে, বৃক্ষের ছায়া মাটি যেমন রাখে বুকে আদরে কাদার সাথে জল না থাকলে মাটির বাসন যেমন হয় না তোরে ছাড়া আমার ভাগ্যে কিছু সয় না কাদার সাথে জল না থাকলে মাটির বাসন যেমন হয় না তোরে ছাড়া আমার ভাগ্যে কিছু সয় না গাছের শিকড় মাটির অন্তর, হো ওরে, গাছের শিকড় মাটির অন্তর যেমন রাখে রে ধরে, হায় রে বৃক্ষের ছায়া মাটি যেমন রাখে বুকে আদরে ওরে, বৃক্ষের ছায়া মাটি যেমন রাখে বুকে আদরে রাতের বুকে চাঁদ না হাসলে রাত্রি যেমন শোভা পায় না তোরে ছাড়া জীবন আমার বোঝা যায় না রাতের বুকে চাঁদ না হাসলে রাত্রি যেমন শোভা পায় না তোরে ছাড়া জীবন আমার বোঝা যায় না বুকের ভিতর আমার অন্তর, হো ওরে, বুকের ভিতর আমার অন্তর তোরে ছাড়া কান্দেরে, হায় রে বৃক্ষের ছায়া মাটি যেমন রাখে বুকে আদরে ওরে, বৃক্ষের ছায়া মাটি যেমন রাখে বুকে আদরে তোরে আমি ভালোবাসি, ও হে, তোরে আমি ভালোবাসি জড়িয়ে মনের চাদরে, ও বৃক্ষের ছায়া মাটি যেমন রাখে বুকে আদরে ওরে, বৃক্ষের ছায়া মাটি যেমনরে রাখে বুকে আদরে