Prithibi Hariye Gelo

Prithibi Hariye Gelo

Bappi Lahiri

Длительность: 5:18
Год: 1987
Скачать MP3

Текст песни

পৃথিবী হারিয়ে গেলো মরু সাহারায়
মিশরের নীল নদ আকাশে মিলায়
খুশির প্রাসাদ গড়ি মাঝ দরিয়ায়
আকাশ রাঙাতে চাই প্রদীপ শিখায়
পৃথিবী হারিয়ে গেলো মরু সাহারায়
মিশরের নীল নদ আকাশে মিলায়
খুশির প্রাসাদ গড়ি মাঝ দরিয়ায়
আকাশ রাঙাতে চাই প্রদীপ শিখায়
হে হে হে হে, লা লা লা লা লা লা লা লা লা লা
নিজে চাই হেসে খেলে জীবন মধুর
কেউ যদি হয় হোক বেদনা বিধুর
নিজে চাই হেসে খেলে জীবন মধুর
কেউ যদি হয় হোক বেদনা বিধুর
আমরা সবাই ভাবি নানা অছিলায়
সুখটাকে কেড়ে নেবো বাঁকা ইশারায়
পৃথিবী হারিয়ে গেলো মরু সাহারায়
মিশরের নীল নদ আকাশে মিলায়
খুশির প্রাসাদ গড়ি মাঝ দরিয়ায়
আকাশ রাঙাতে চাই প্রদীপ শিখায়
হে হে হে হে, লা লা লা লা লা লা লা লা লা লা
জীবনে চলার পথে যত করি ভুল
ভুলটাকে ভুল করে ভাবি রাঙা ফুল
জীবনে চলার পথে যত করি ভুল
ভুলটাকে ভুল করে ভাবি রাঙা ফুল
আলোর পরশ খুঁজি মিছে আলেয়ায়
সুর্য লুকাতে চায় গাছেরি ছায়ায়
পৃথিবী হারিয়ে গেলো মরু সাহারায়
মিশরের নীল নদ আকাশে মিলায়
খুশির প্রাসাদ গড়ি মাঝ দরিয়ায়
আকাশ রাঙাতে চাই প্রদীপ শিখায়
হে হে হে হে, লা লা লা লা লা লা লা লা লা লা