Ektu Baso Chole Jeo Na

Ektu Baso Chole Jeo Na

Asha Bhosle

Длительность: 4:48
Год: 1982
Скачать MP3

Текст песни

ও একটু বসো, চলে যেও না
একটু বসো, চলে যেও না
যেও না চলে, চলে যেও না
চলে গেলে এ মধু-রাত ফিরে পাবে না
হায়, না, হায়, না, না

একটু বসো, চলে যেও না
একটু বসো, চলে যেও না
যেও না চলে, চলে যেও না
চলে গেলে এ মধু-রাত ফিরে পাবে না
হায়, না, হায়, না

এখনই রাতের আঁধারে কি খেলা হবে কে জানে?
এসেছি ভালোবাসিতে, কতটুকু তা কে জানে?
আমায় ছেড়ে সরে যেও না
যেও না সরে, চলে যেও না
চলে গেলে এ মধু-রাত ফিরে পাবে না
হায়, না, হায়, না

ডেকে নাও কাছে আমাকে, লজ্জা তাতে ক্ষতি কি?
হলো তো চেনাশোনা, না হলেই বা ক্ষতি কি?
আর দেখা হবে না, থাকো না
এ মন চুরি করে যেও না
যেও না চলে, চলে যেও না
চলে গেলে এ মধু-রাত ফিরে পাবে না
হায়, না, হায়, না

একটু বসো, চলে যেও না
যেও না চলে, চলে যেও না
চলে গেলে এ মধু-রাত ফিরে পাবে না
হায়, না, হায়, না