Raikamal
Chakropani Dev, Tamalika Golder, Swadesh Misra, And Debdeep Banik
3:28বাজিয়ে কাঁকন ফুলকিশোরী এসো বেনুবনে নিভে গেলে আঁচলবাতি জোছনা গোপন মনে বাজিয়ে কাঁকন ফুলকিশোরী এসো বেনুবনে নিভে গেলে আঁচলবাতি জোছনা গোপন মনে এমন যদি ঝিনুক নদী, হারায় আঁখিপাতে তুমি ভোমরা হয়েই এসো, বরষা মধুরাতে বাজিয়ে কাঁকন ফুলকিশোরী এসো বেনুবনে নিভে গেলে আঁচলবাতি জোছনা গোপন মনে মধ্যরাত, এ মধুমাস, বাগানবিলাস বুকের মধ্যে ঝরে আহামরি, নীলাম্বরী, সোনার তরী ডুবলো অগোচরে মধ্যরাত, এ মধুমাস, বাগানবিলাস বুকের মধ্যে ঝরে আহামরি, নীলাম্বরী, সোনার তরী ডুবলো অগোচরে খুঁজি তারে স্বয়ম্বরে মৌরি পাতার দেশে কাঁচপোকা হয়ে ফুটলো তারা এলোকেশে খুঁজি তারে স্বয়ম্বরে মৌরি পাতার দেশে কাঁচপোকা হয়ে ফুটলো তারা এলোকেশে বাজিয়ে, বাজিয়ে বাজিয়ে কাঁকন ফুলকিশোরী এসো বেনুবনে নিভে গেলে আঁচলবাতি জোছনা গোপন মনে বাজিয়ে কাঁকন ফুলকিশোরী এসো বেনুবনে নিভে গেলে আঁচলবাতি জোছনা গোপন মনে