Phulkishori

Phulkishori

Chakropani Dev, Tamalika Golder, Nabendu Pal, And Debdeep Banik

Альбом: Phulkishori
Длительность: 4:12
Год: 2022
Скачать MP3

Текст песни

বাজিয়ে কাঁকন ফুলকিশোরী এসো বেনুবনে
নিভে গেলে আঁচলবাতি জোছনা গোপন মনে
বাজিয়ে কাঁকন ফুলকিশোরী এসো বেনুবনে
নিভে গেলে আঁচলবাতি জোছনা গোপন মনে
এমন যদি ঝিনুক নদী, হারায় আঁখিপাতে
তুমি ভোমরা হয়েই এসো, বরষা মধুরাতে
বাজিয়ে কাঁকন ফুলকিশোরী এসো বেনুবনে
নিভে গেলে আঁচলবাতি জোছনা গোপন মনে
মধ্যরাত, এ মধুমাস, বাগানবিলাস
বুকের মধ্যে ঝরে
আহামরি, নীলাম্বরী, সোনার তরী
ডুবলো অগোচরে
মধ্যরাত, এ মধুমাস, বাগানবিলাস
বুকের মধ্যে ঝরে
আহামরি, নীলাম্বরী, সোনার তরী
ডুবলো অগোচরে
খুঁজি তারে স্বয়ম্বরে মৌরি পাতার দেশে
কাঁচপোকা হয়ে ফুটলো তারা এলোকেশে
খুঁজি তারে স্বয়ম্বরে মৌরি পাতার দেশে
কাঁচপোকা হয়ে ফুটলো তারা এলোকেশে
বাজিয়ে, বাজিয়ে
বাজিয়ে কাঁকন ফুলকিশোরী এসো বেনুবনে
নিভে গেলে আঁচলবাতি জোছনা গোপন মনে
বাজিয়ে কাঁকন ফুলকিশোরী এসো বেনুবনে
নিভে গেলে আঁচলবাতি জোছনা গোপন মনে