Phulkishori
Chakropani Dev, Tamalika Golder, Nabendu Pal, And Debdeep Banik
4:12একটা হাওয়ার সঙ্গ করে আরেক হাওয়ার অঙ্গরাগ ভ্রমর হাসে ফুলের আশে শিশির পেতে নীলপরাগ একটা হাওয়ার সঙ্গ করে আরেক হাওয়ার অঙ্গরাগ ভ্রমর হাসে ফুলের আশে শিশির পেতে নীলপরাগ তোমার চোখের আদিম নিলাম তোমার চোখের আদিম নিলাম দিলাম তোমায় রাইকমল তোমার চোখের আদিম নিলাম দিলাম তোমায় রাইকমল উড়ালসেতু ভুলিয়ে দিলো একলা থাকা রাতমহল একটা হাওয়ার সঙ্গ করে আরেক হাওয়ার অঙ্গরাগ ভ্রমর হাসে ফুলের আশে শিশির পেতে নীলপরাগ একলা থাকা ভীষণ রকম এপাশ—ওপাশ হুতাশজ্বর একলা থাকা ভীষণ রকম এপাশ—ওপাশ হুতাশজ্বর হাওয়ার ছুতোয় কক্ষে ডাকো বক্ষে দু'জন তুলবো ঝড় একলা থাকা ভীষণ রকম এপাশ—ওপাশ হুতাশজ্বর হাওয়ার ছুতোয় কক্ষে ডাকো বক্ষে দু'জন তুলবো ঝড় বক্ষে দু'জন তুলবো ঝড় তোমার চোখের আদিম নিলাম তোমার চোখের আদিম নিলাম দিলাম তোমায় রাইকমল তোমার চোখের আদিম নিলাম দিলাম তোমায় রাইকমল উড়ালসেতু ভুলিয়ে দিলো উড়ালসেতু ভুলিয়ে দিলো একলা থাকা রাতমহল