Eita Tomar Gaan

Eita Tomar Gaan

Chandrabindoo

Альбом: Juju
Длительность: 2:45
Год: 2003
Скачать MP3

Текст песни

এইটা তোমার গান
তুমি load-shedding-এ চাঁদের আলোর স্বর
তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর

এইটা তোমার গান
তুমি load-shedding-এ চাঁদের আলোর স্বর
তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর

আয়না ভরা দিন
রূপসায়রের জল
আলগা ছুটির রোদ
রক্ত ঝলোমল
তোমায় দিলাম
এই খাতার ভাঁজে গাছের পাতার নাম

এইটা তোমার গান
তুমি নরম ঠোঁটে স্বেচ্ছা ব্যথার নীল
তুমি অন্য মনে একলা পাখির ঝিল

আয়না ভরা দিন
রূপ সায়রের জল
আলগা ছুটির রোদ
রক্ত ঝলোমল
তোমায় দিলাম
এই মায়ার পশম হাত দেবার আরাম

এইটা তোমার গান
ওই আঁচল ঘেরা বৃষ্টি ছাঁটের ঘ্রাণ
রেখে মেঘের শিশু গিয়েছে ভাসান