Kon Gopone

Kon Gopone

Surangana Bandyopadhyay

Длительность: 2:59
Год: 2020
Скачать MP3

Текст песни

কোন গোপনে মন পুড়েছে
বৃষ্টি থামার পরে
আমার ভিতর ঘরে

কোন গোপনে মন পুড়েছে
বৃষ্টি থামার পরে
আমার ভিতর ঘরে

নয়ন কালো মেঘ জমালো
ঝিনুকের অন্তরে
আমার ভিতর ঘরে

নয়ন কালো মেঘ জমালো
ঝিনুকের অন্তরে
আমার ভিতর ঘরে

কোমল ধানের শীষে
দুঃখরা যায় মিশে
কোমল ধানের শীষে
দুঃখরা যায় মিশে
সুখ পাখি কার্নিশে
হারায় অগোচরে

দিন খুঁজে যাই, দিন আসে না
রাত আসে রাত করে
আমার ভিতর ঘরে

অবুঝ চোখের তারায়
অন্ধ কাজল হারায়
অবুঝ চোখের তারায়
অন্ধ কাজল হারায়
একফালি হাত বাড়ায়
শান্ত চরাচরে

সোনার কাঁকন, কোন সে আপন
মুখ লুকায়ে প্রান্তরে
আমার ভিতর ঘরে

কোন গোপনে মন পুড়েছে
বৃষ্টি থামার পরে
আমার ভিতর ঘরে

আমার ভিতর ঘরে
সে কি আমার ভিতর ঘরে