Bhindeshi Tara
Chandrabindoo
ভূত বসেছে শিয়রে পেত্নীর লজ্জা করে খাঁচার পাখি কি করে? গালি দেয় চার অক্ষরে ভূত বসেছে শিয়রে পেত্নীর লজ্জা করে খাঁচার পাখি কি করে? গালি দেয় চার অক্ষরে ভূত-প্রেত বড় বুদ্ধু টানছে পালক শুদ্ধু যুদ্ধ খেলার অন্ত ওঝার মন্তরে চাঁদ উঠেছে শহরে ঝানু চোর লুকিয়ে পড়ে ভূত বসেছে শিয়রে পেত্নীর লজ্জা করে সামলে-সুমলে চল কেন বদলে ফেলবি দল? ঝিকিয়ে উঠছে দোষ কিছু ঠিকঠাক করে বস বাঁশের মধ্যে জল কিছু ছুটবে, কিছু ফুটবে কিছু চিত্র ঝলসে উঠবে অথৈ সাগরে গা পুড়ে যায় কী জ্বরে! হাওয়া দেয় হা-হা-হা গা মুড়ে যায় পিঞ্জরে হাওয়া দেয় হা-হা-হা গা পুড়ে যায় কী জ্বরে! হাওয়া দেয় হা-হা-হা গা মুড়ে যায় পিঞ্জরে হাওয়া দেয় হা-হা-হা