Aamar Priyo Caffe

Aamar Priyo Caffe

Mohiner Ghoraguli

Альбом: Jhora Samayer Gaan
Длительность: 5:58
Год: 1998
Скачать MP3

Текст песни

কাঁপে, কাঁপে
আমার হিয়া কাঁপে
কাঁপে, কাঁপে
আমার হিয়া কাঁপে

এ কী যে কাণ্ড, এ কী যে কাণ্ড
এ কী কাণ্ড, সব পণ্ড, এ ব্রহ্মাণ্ড শূন্য লাগে
এ কী যে কাণ্ড, এ কী যে কাণ্ড
এ কী কাণ্ড, সব পণ্ড, এ ব্রহ্মাণ্ড শূন্য লাগে
তুমি ছাড়া শূন্য লাগে

কাঁপে, কাঁপে
আমার হিয়া কাঁপে
কাঁপে, কাঁপে
আমার হিয়া কাঁপে

কী যে ছাই চিন্তা, কী যে ছাই চিন্তা
কী ছাই চিন্তা, ওহে কান্তা, পোড়ে প্রাণটা, দুঃখ জাগে
কী যে ছাই চিন্তা, কী যে ছাই চিন্তা
কী ছাই চিন্তা, ওহে কান্তা, পোড়ে প্রাণটা, দুঃখ জাগে
তুমি ছাড়া শূন্য লাগে

কাঁপে, কাঁপে
আমার হিয়া কাঁপে
কাঁপে, কাঁপে
আমার হিয়া কাঁপে

কপালটা মন্দ, কপালটা মন্দ
কপাল মন্দ, লাগে ধন্দ, কাটে ছন্দ বিরহ রাগে
কপালটা মন্দ, কপালটা মন্দ
কপাল মন্দ, লাগে ধন্দ, কাটে ছন্দ বিরহ রাগে
তুমি ছাড়া শূন্য লাগে

কাঁপে, কাঁপে
আমার হিয়া কাঁপে
কাঁপে, কাঁপে
আমার হিয়া কাঁপে

শিরে সংক্রান্তি, শিরে সংক্রান্তি
হে অশান্তি, দাও ক্ষান্তি, সব ভ্রান্তি দূর হোক আগে
শিরে সংক্রান্তি, শিরে সংক্রান্তি
হে অশান্তি, দাও ক্ষান্তি, সব ভ্রান্তি দূর হোক আগে
কফি ছাড়া শূন্য লাগে

Café, café
আমার প্রিয়া café
Café, café
আমার প্রিয়া café

Café, café
আমার প্রিয়া café