Prem Amar Title Track (Original Motion Picture Soundtrack)
Kunal Ganjawala, June Banerjee, & Jeet Gannguli
3:55বাতাসে গুনগুন, এসেছে ফাগুন বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন বাতাসে গুনগুন, এসেছে ফাগুন বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন ও এলোমেলো হয়ে যায় মন, কেন আজ বুঝি না দাবানল যেন ছড়ালো পার করে সীমানা শ্বাপদের মতো হানা দেয় এ মনের কামনা নিজেকেই দেখে লাগে আজ অচেনা, অচেনা, অচেনা বাতাসে গুনগুন- মরণ দেখি আমার, ওগো, তোমার ওই চোখে পাগল নাও না করে এই রাতে আমাকে মরণ দেখি আমার, ওগো, তোমার ওই চোখে পাগল দাও না করে এই রাতে আমাকে ভালোবাসা আজ বন্য, কোনো কথা শোনে না নিঃশ্বাসে যেন চাতকের বুকভাঙা বাসনা শ্বাপদের মতো হানা দেয় এ মনের কামনা নিজেকেই দেখে লাগে আজ অচেনা, অচেনা, অচেনা বাতাসে গুনগুন- তৃষ্ণা, এত তৃষ্ণা প্রেমে হয়নি যে আগে উতল করো আমায় আজ বন্য সোহাগে আ তৃষ্ণা, এত তৃষ্ণা প্রেমে হয়নি যে আগে উতল করো আমায় আজ বন্য সোহাগে এ কোথায় ভেসে চলেছি নিজে আজ জানি না চাওয়া-পাওয়া যেন কিছুতেই আজ আর মেটে না শ্বাপদের মতো হানা দেয় এ মনের কামনা নিজেকেই দেখে লাগে আজ অচেনা, অচেনা, অচেনা বাতাসে গুনগুন, এসেছে ফাগুন বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এতো যে আগুন বাতাসে গুন গুন এসেছে ফাগুন বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এতো যে আগুন ও এলোমেলো হয়ে যায় মন, কেন আজ বুঝি না দাবানল যেন ছড়ালো পার করে সীমানা শ্বাপদের মতো হানা দেয় এ মনের কামনা নিজেকেই দেখে লাগে আজ অচেনা, অচেনা, অচেনা না-না, না-না-না