Se Chhilo Boroi Anmona (Original Motion Picture Soundtrack) (Feat. Jeet Gannguli)
Shaan
5:58Kunal Ganjawala, June Banerjee, & Jeet Gannguli
ধিকি ধিকি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে গলে যায় মন মোমের মত হৃদয়ের আগুনে ধিকি ধিকি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে গলে যায় মন মোমের মত হৃদয়ের আগুনে মনে যন্ত্রণা নেই সান্তনা তবু আশা কি থামে? কিছু স্বপ্ন যে পেলো রঙ খুজে আজ তোমারই নামে প্রেম আমার, ও, প্রেম আমার প্রেম আমার, এ, প্রেম আমার প্রেম আমার, ও, প্রেম আমার, এ প্রেম আমার, ও, প্রেম আমার এই আগুন দিলো যে ছোঁয়া পোড়ে মন, ওঠে না ধোঁয়া এই আগুন দিলো যে ছোঁয়া পোড়ে মন, ওঠে না ধোঁয়া নীল অন্ধকার, প্রেম বারেবার এই বুকে ঢেউ তোলে বাঁধভাঙা সুখ, লাজে রাঙা মুখ দোলে স্বপ্নেরই কোণে প্রেম আমার, ও, প্রেম আমার প্রেম আমার, ও, প্রেম আমার প্রেম আমার, ও, প্রেম আমার, এ প্রেম আমার, ও, প্রেম আমার দু'চোখে প্রেমেরই নেশা খোঁজে আজ শরীরী ভাষা দু'চোখে প্রেমেরই নেশা খোঁজে আজ শরীরী ভাষা সব চুপ কথা হয় রূপকথা, চাঁদ মেঘে যে ঢাকে মনে রং মাখে, স্বপ্ন আঁকে ভালোবাসারই দাগে প্রেম আমার, ও, প্রেম আমার প্রেম আমার, ও, প্রেম আমার প্রেম আমার, ও, প্রেম আমার, এ প্রেম আমার, ও, প্রেম আমার