Tor Ek Kothaye
Arijit Singh, Jeet Gannguli, & Prasen
4:34মন বোঝে না, বোঝে না, বোঝে না মন বোঝে না, বোঝে না পড়ছে কেন বিনা মেঘেই বাজ পদ্য লেখা আমার তো নয় কাজ চাইছি দিনে অল্প দেখা তোর পাল্টে দিতে আমার গল্পের মোড় কিছুতেই উপায় মেলে না ও মন বোঝে না, বোঝে না, বোঝে না মন বোঝে না, বোঝে না মন বোঝে না, বোঝে না, বোঝে না মন বোঝে না, বোঝে না ইচ্ছে করে একটা ঘরে থাকবো দু'জনায় গড়বো ভিটে খুশির ইটে, সঙ্গী হবি আয় কলের পাড়ে জলের ধারা, ঘরের 'পরে তুই চারটে হাতে খেলনা পাতে একজোড়া চড়ুই সে ভাবনারা চোখ খোলে না ও মন বোঝে না, বোঝে না, বোঝে না মন বোঝে না, বোঝে না মন বোঝে না, বোঝে না, বোঝে না মন বোঝে না, বোঝে না রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবোই মেলায় যাবো রিক্সা চড়ে, বসবি পাশে তুই বন্দি আছে হাজার আশা বুকের মাঝে দেখ একটু চিনে নিলেই হবো দু'জন মিলে এক তবু স্বপ্নেরা মুখ তোলে না ও মন বোঝে না, বোঝে না, বোঝে না মন বোঝে না, বোঝে না পড়ছে কেন বিনা মেঘেই বাজ পদ্য লেখা আমার তো নয় কাজ চাইছি দিনে অল্প দেখা তোর পাল্টে দিতে আমার গল্পের মোড় কিছুতেই উপায় মেলে না ও মন বোঝে না, বোঝে না, বোঝে না মন বোঝে না, বোঝে না মন বোঝে না, বোঝে না, বোঝে না মন বোঝে না, বোঝে না