Hridoyer Rang
Lagnajita Chakraborty
3:40তারা খসে পড়ে আকাশে গাঢ় নীল টুপ করে সেখানে তোমার ভালোবাসা শুয়ে আছে শেকলে আমাকে বাঁধো নি গানে বেঁধেছিলে বোধ হয় সে গানে আমার ভালোবাসা থেকে গেছে ঘরে পূর্ণিমা ভাসে ঐ তুমি আলপনা এঁকো ঘুমে চোখ বুজে আসে ঐ তুমি পাশ থেকে দেখো ঠোঁটে ঠোঁট রেখে বলো প্লিজ ভালোবাসা ভালো থেকো শেকলে আমাকে বাঁধো নি গানে বেঁধেছিলে বোধ হয় সে গানে আমার ভালোবাসা থেকে গেছে বহুদিন পরে এলে সেই নিলে হাতদুটো কাছে শহর মেতেছে উচ্ছ্বাসে আর আলো ফোঁটে গাছে গাছে ঠোঁটে ঠোঁট রেখে বলো প্লিজ ভালোবাসা বেঁচে আছে তারা খসে পড়ে আকাশে গাঢ় নীল টুপ করে সেখানে তোমার ভালোবাসা শুয়ে আছে শেকলে আমাকে বাঁধো নি গানে বেঁধেছিলে বোধ হয় সে গানে আমার ভালোবাসা থেকে গেছে