Tara Khoshe Pore

Tara Khoshe Pore

Monali Thakur

Альбом: Ghare & Baire
Длительность: 2:58
Год: 2018
Скачать MP3

Текст песни

তারা খসে পড়ে আকাশে
গাঢ় নীল টুপ করে
সেখানে তোমার ভালোবাসা শুয়ে আছে

শেকলে আমাকে বাঁধো নি
গানে বেঁধেছিলে বোধ হয়
সে গানে আমার ভালোবাসা থেকে গেছে

ঘরে পূর্ণিমা ভাসে ঐ
তুমি আলপনা এঁকো
ঘুমে চোখ বুজে আসে ঐ
তুমি পাশ থেকে দেখো
ঠোঁটে ঠোঁট রেখে বলো প্লিজ
ভালোবাসা ভালো থেকো

শেকলে আমাকে বাঁধো নি
গানে বেঁধেছিলে বোধ হয়
সে গানে আমার ভালোবাসা থেকে গেছে

বহুদিন পরে এলে সেই
নিলে হাতদুটো কাছে
শহর মেতেছে উচ্ছ্বাসে আর
আলো ফোঁটে গাছে গাছে

ঠোঁটে ঠোঁট রেখে বলো প্লিজ
ভালোবাসা বেঁচে আছে

তারা খসে পড়ে আকাশে
গাঢ় নীল টুপ করে
সেখানে তোমার ভালোবাসা শুয়ে আছে

শেকলে আমাকে বাঁধো নি
গানে বেঁধেছিলে বোধ হয়
সে গানে আমার ভালোবাসা থেকে গেছে