Bibagi Phone (From Dilkhush)
Nilayan Chatterjee
3:46ক্ষমা করে দিও আমায় বোঝাই বা কোন ভাষায় ক্ষমা করে দিও আমায় বোঝাই বা কোন ভাষায় বরং তোমার কাছে থেকে যাই হয়ে প্রত্যাশাহীন এক নাম আপাতত যাই, এবার আসলাম ভেবো না কখনও মিথ্যে ভালোবাসলাম আপাতত যাই, এবার আসলাম ভেবো না কখনও মিথ্যে ভালোবাসলাম তুমিও জানো না পাওয়া আমিও বুঝি না হওয়া পরকাল থাকে যদি বাস্তবে দেখো ঠিক হবে দেখা ক্ষমা করে দিও আমায় বোঝাই বা কোন ভাষায় বরং তোমার কাছে থেকে যাই হয়ে প্রত্যাশাহীন এক নাম আপাতত যাই, এবার আসলাম ভেবো না কখনও মিথ্যে ভালোবাসলাম আপাতত যাই, এবার আসলাম ভেবো না কখনও মিথ্যে ভালোবাসলাম হারিয়ে যাওয়া শহরে ছুঁড়ে দেওয়া শব্দগুলো যদি না পায় সাড়া খুঁজো আমার ধুলো বরং তোমার কাছে থেকে যাই হয়ে প্রত্যাশাহীন এক নাম আপাতত যাই, এবার আসলাম ভেবো না কখনও মিথ্যে ভালোবাসলাম আপাতত যাই, এবার আসলাম ভেবো না কখনও মিথ্যে ভালোবাসলাম আপাতত যাই