Apatoto Jai (From "Dilkhush")

Apatoto Jai (From "Dilkhush")

Nilayan Chatterjee

Длительность: 4:06
Год: 2023
Скачать MP3

Текст песни

ক্ষমা করে দিও আমায়
বোঝাই বা কোন ভাষায়
ক্ষমা করে দিও আমায়
বোঝাই বা কোন ভাষায়
বরং তোমার কাছে থেকে যাই হয়ে
প্রত্যাশাহীন এক নাম

আপাতত যাই, এবার আসলাম
ভেবো না কখনও মিথ্যে ভালোবাসলাম
আপাতত যাই, এবার আসলাম
ভেবো না কখনও মিথ্যে ভালোবাসলাম

তুমিও জানো না পাওয়া
আমিও বুঝি না হওয়া
পরকাল থাকে যদি বাস্তবে
দেখো ঠিক হবে দেখা

ক্ষমা করে দিও আমায়
বোঝাই বা কোন ভাষায়
বরং তোমার কাছে থেকে যাই হয়ে
প্রত্যাশাহীন এক নাম

আপাতত যাই, এবার আসলাম
ভেবো না কখনও মিথ্যে ভালোবাসলাম
আপাতত যাই, এবার আসলাম
ভেবো না কখনও মিথ্যে ভালোবাসলাম

হারিয়ে যাওয়া শহরে
ছুঁড়ে দেওয়া শব্দগুলো
যদি না পায় সাড়া
খুঁজো আমার ধুলো
বরং তোমার কাছে থেকে যাই হয়ে
প্রত্যাশাহীন এক নাম

আপাতত যাই, এবার আসলাম
ভেবো না কখনও মিথ্যে ভালোবাসলাম
আপাতত যাই, এবার আসলাম
ভেবো না কখনও মিথ্যে ভালোবাসলাম

আপাতত যাই