Notun Premer Gaan (From "Ballabhpurer Roopkotha")
Debraj Bhattacharya
3:50Paloma Majumder & Anupam Roy
পৃথিবীর কলতান সমবেত সুরে সবকিছু ফেলে আজ চলে যাবো দূরে আমি সেই মানুষটা নেই আমি সেই মানুষটা নেই আধখানা ইতিহাস পড়ে থাকে পথে বাকিটুকু ভুলে যেও তুমি কোনোমতে আমি সেই মানুষটা নেই তলিয়ে গেছি চোরাবালিতে চোখে জল আসে না আর খুবই তুচ্ছ এ ব্যাপার আমি এগিয়ে যাই এবার সময়ের কাছে নতজানু হয়ে অনুতাপে ক্ষয়ে ক্ষয়ে সব যন্ত্রণা রাগে ছিলো সয়ে আমার মুক্তি খুঁজি মহাকাশে স্মৃতি ম্লান মুখে হাসে শেষ ভরসা ফেরায় অনায়াসে