Prothom Premer Chithi

Prothom Premer Chithi

Rupak Tiary

Длительность: 3:15
Год: 2021
Скачать MP3

Текст песни

প্রথম প্রেমের সেই প্রথম লেখা চিঠি
প্রথম বলা "ভালোবাসি"
আমিও বেহায়া মন, অকারণে অভিসারী
ডাক পাঠালেই ছুটে আসি

শহরের ঠোঁটে গালে লেগে থাকা অভিমানে
যেমন হারায় নাকছাবি
কে যে কাকে ভালোবেসে প্রথম হারালো মন
বাকিটা প্রেমের ছায়াছবি

বলো আমি কি তোমার হতে পারি?
বলো আমি কি তোমার হতে পারি?
আমি কি তোমার হতে পারি?
বলো আমি কি তোমার হতে পারি?

কিছু প্রেম কথাকলি চোখের ভাষায় বলি
সবটুকু বোঝেনি সে জানি
আমিও কিভাবে তাকে মুখ ফুটে ধরা দেই
মন আমার করে বেঈমানি

দু'চোখের নীল আকাশে শরৎ ঘনালে বুঝি
লজ্জা মেঘের আনাগোনা
আমি তো কবেই তাকে আমার করেছি শুধু
বোকা মন কেন যে বোঝে না

বলো আমি কি তোমার হতে পারি?
বলো আমি কি তোমার হতে পারি?
আমি কি তোমার হতে পারি?
বলো আমি কি তোমার হতে পারি?