Ashmani Paloke

Ashmani Paloke

Rupak Tiary

Альбом: Ashmani Paloke
Длительность: 3:43
Год: 2021
Скачать MP3

Текст песни

আসমানী পালকে
রাখি তাকে বেনামী নোলকে
তার নাম লিখে চোখেরই ভাষাতে
কেন সে ছুঁয়ে দিলো মন?

অচেনা সন্ধ্যে হাওয়াতে
লুকোচুরি এই অবেলায়
কিছু সাহসী চিরকুটে
ইচ্ছেরা রোজ দোটানায়
বলবে কি রাতজাগা?
কোলাজে স্বপ্ন হারায়

ও... আসমানী পালকে
রাখি তাকে বেনামী নোলকে
তার নাম লিখে চোখেরই ভাষাতে
কেন সে ছুঁয়ে দিলো মন?

রাতজাগা তুলিতে
আমায় ছুঁয়ে জলছবি মায়াতে
যায় রঙ ধুয়ে বেহিসেবী তারে
কেন যে বেঁধে দিলে মন

সাজানো পাতাবাহারী
বোঝেনা যে আমি তারই
কিছু সাহসী চিরকুটে
ইচ্ছেরা রোজ দোটানায়
বলবে কি রাতজাগা?
কোলাজে স্বপ্ন হারায়

আসমানী পালকে
রাখি তাকে বেনামী নোলকে
তার নাম লিখে চোখেরই ভাষাতে
কেন সে ছুঁয়ে দিলো মন?