Egiye De (Female)

Egiye De (Female)

Somlata Acharyya Chowdhury & Arindom

Длительность: 4:27
Год: 2015
Скачать MP3

Текст песни

কিছু আবদারের জানি নেই মনে
তোর সঙ্গে আজ আমাকে নে
এগিয়ে দে
দু' এক পা
হাটতে চাই কয়েক পা তোর সাথে
এগিয়ে দে, এগিয়ে দে
দু'এক পা এগিয়ে দে
হাঁটতে চাই কয়েক পা তোর সাথে

এটা গল্প কার, দেখো লিখছে কে?
ভুলে অন্ধকার আলো শিখছে কে?
এটা গল্প কার, দেখো লিখছে কে?
ভুলে অন্ধকার আলো শিখছে কে?

কিছু আবদারের জানি নেই মনে
তোর সঙ্গে আজ আমাকে নে
এগিয়ে দে, এগিয়ে দে
দু' এক পা এগিয়ে দে
হাটতে চাই কয়েক পা তোর সাথে
এগিয়ে দে, এগিয়ে দে
দু' এক পা এগিয়ে দে
হাঁটতে চাই কয়েক পা তোর সাথে

পথ চলতে হাজারো রকম
ওঠা পড়া এসেছে যখন
একা আমি তোকে তখন আগলে যাই
ঝাড়া-ঝাপ্টা মৌসুম এলে
ফাঁকা একটু সময় পেলে
তোকে আমি আমার কথা বলতে চাই
কিছু আবদারের জানি নেই মনে
তোর সঙ্গে আজ আমাকে নে

এগিয়ে দে, এগিয়ে দে
দু' এক পা এগিয়ে দে
হাটতে চাই কয়েক পা তোর সাথে
এগিয়ে দে, এগিয়ে দে
দু' এক পা এগিয়ে দে
হাঁটতে চাই কয়েক পা তোর সাথে
এগিয়ে দে, এগিয়ে দে
দু' এক পা এগিয়ে দে
হাটতে চাই কয়েক পা তোর সাথে
এগিয়ে দে, এগিয়ে দে
দু' এক পা এগিয়ে দে
হাটতে চাই কয়েক পা তোর সাথে