Jaan Pakhi Solo

Jaan Pakhi Solo

Tausif

Альбом: Amontron
Длительность: 4:31
Год: 2019
Скачать MP3

Текст песни

যায় দিন, দিন যায়, কাটে বছর
অধরা ভালোবাসা কত নাছোড়
না তোমারে ছাড়তে পারি
না তোমারে ধরতে পারি
না পারি রাখতে দিন রাত আগলে
না পারি জোছনা ধরে দিতে

আমার সোনা জানপাখি
তোমায় ছাড়া না বাঁচি মরি
আমার সোনা জানপাখি
তোমায় ছাড়া না বাঁচি মরি

যা তুমি ভাবো, মুখে যাই বলো
তোমাকে কাছে আনবোই
চোখে চোখ রেখে হৃদয়ের ঘরে
বন্দী তোমাকে বানাবোই

তোমার প্রাণে বাঁচবে এ প্রাণ
তোমার ঠোঁটে শুধু আমার গান
ভালোবাসার

আমার সোনা জানপাখি
তোমায় ছাড়া না বাঁচি মরি
আমার সোনা জানপাখি
তোমায় ছাড়া না বাঁচি মরি

আর কত জ্বালাবে মোমের মতো করে
একদিন নিভে যাবো আমি
চোখে চোখ রেখে দেখো না খুঁজে
পাবে কি ভালোবাসা এমনই

তোমার প্রাণে বাঁচবে এ প্রাণ
তোমার ঠোঁটে শুধু আমার গান
ভালোবাসার

আমার সোনা জানপাখি
তোমায় ছাড়া না বাঁচি মরি
আমার সোনা জানপাখি
তোমায় ছাড়া না বাঁচি মরি

না তোমারে ছাড়তে পারি
না তোমারে ধরতে পারি
না পারি রাখতে দিন রাত আগলে
না পারি জোছনা ধরে দিতে

আমার সোনা জানপাখি
তোমায় ছাড়া না বাঁচি মরি
আমার সোনা জানপাখি
তোমায় ছাড়া না বাঁচি মরি