Adorer Nouka
Chandrabindoo
4:23তোমারই সামনে নতজানু আমি, দুই হাত প্রসারিত তোমারই সামনে নতজানু আমি, দুই হাত প্রসারিত যদি অস্ফুটে ভালোবাসা ঠোঁট আড়ালেতে ডেকে নিতো যদি অস্ফুটে ভালোবাসা ঠোঁট আড়ালেতে ডেকে নিতো রোদ্দুর মাখা হৈ-হুল্লোড়ে অকারণ কিছু শব্দের ভীড়ে আড়ালেতে ডেকে নিতো, আড়ালেতে ডেকে নিতো জমে ওঠা সেই আড্ডার মাঝে শীতে কেঁপে ওঠা বোবা ছেলেটিকে আড়ালেতে ডেকে নিতো, আড়ালেতে ডেকে নিতো মাফলারে ঢাকা চুপকথাগুলো নিমেষেই তবে হয়ে যেতো রূপকথা মাফলারে ঢাকা চুপকথাগুলো নিমেষেই তবে হয়ে যেতো রূপকথা তোমারই সামনে নতজানু আমি, দুই হাত প্রসারিত তোমারই সামনে নতজানু আমি, দুই হাত প্রসারিত যদি ভোরবেলা ভালোবাসা হাত চিরকুট রেখে দিতো যদি ভোরবেলা ভালোবাসা হাত চিরকুট রেখে দিতো সেই চিরকুটে কোন খড়কুটো আস্তানা হতো পাখিদের ঠোঁটে আড়ালেতে ডেকে নিতো, আড়ালেতে ডেকে নিতো সাহস যোগাতো সেই ছেলেটিকে, একটুকু ছুঁলে ভয় পেয়ে ওঠে আড়ালেতে ডেকে নিতো, আড়ালেতে ডেকে নিতো চুলে বিলি কাটা চুপকথাগুলো নিমেষেই তবে হয়ে যেতো রূপকথা চুলে বিলি কাটা চুপকথাগুলো নিমেষেই তবে হয়ে যেতো রূপকথা কপালেতে চুল পড়ে আলগোছে, আহা সে বেচারী ঘুমিয়ে পড়েছে আড়ালেতে ডেকে নিতো, আড়ালেতে ডেকে নিতো ডেকে দেওয়া যেতো কোনো অজুহাতে, আমারও যে কিছু বলবার আছে আড়ালেতে ডেকে নিতো, আড়ালেতে ডেকে নিতো চোখ ছুঁয়ে বলা চুপকথাগুলো নিমেষেই তবে হয়ে যেতো রূপকথা মাফলারে ঢাকা চুপকথাগুলো নিমেষেই তবে হয়ে যেতো রূপকথা চুলে বিলি কাটা চুপকথাগুলো নিমেষেই তবে হয়ে যেতো রূপকথা