Sathi Bhalobasa
Miss Jojo, Jojo, Jeet Gannguli, And Priyo Chattapadhyay
4:23তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি দূরে তবু দূরে সরে থাকতে পারিনি কাছে এসে কেন কাছে আসতে পারিনি আমি আজও বুঝিনি আমি আজও বুঝিনি তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি সুরে সুরে গানে কবিতায় তোমাকেই খুঁজে মন তবু হায় তুমি দাও না ধরা ও বারে বারে কথা থেমে যায় আরও একা এ জীবন মনে হয় থাকি দিশেহারা মনের অনুরাগে বাজে একোন রাগিনি কাছে এসে কেন কাছে আসতে পারিনি আমি আজও বুঝিনি আমি আজও বুঝিনি তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি এলোমেলো ঝড় এই বুকে কিছুতেই থামে না কমে না তবু ভালোবাসা ও মেঘে মেঘে ঢাকা দুচোখে আসা রোদ ওঠেনা কাটে না ধোঁয়া ধোঁয়া কুয়াশা বুকের ব্যাথা দাগে লেখো এ কোন কাহিনী? কাছে এসে কেনো কাছে আসতে পারিনি আমি আজও বুঝিনি আমি আজও বুঝিনি তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি